Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

রমজানে বাজার নিয়ন্ত্রণে শরীয়তপুর প্রশাসনের প্রস্তুতি সভা, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রমজানে বাজার নিয়ন্ত্রণে শরীয়তপুর প্রশাসনের প্রস্তুতি সভা, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রমজানে বাজার নিয়ন্ত্রণে শরীয়তপুর প্রশাসনের প্রস্তুতি সভা, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে শরীয়তপুরে আজ এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১২টায় শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক ও সহনশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলের সাথে বিস্তরিত আলোচনার পর বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
এডিএম মো. সাইফুল ইসলাম মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরিন, শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, জেলা রেস্তোরা মালিক সমিতির সভাপতি সোহাগ মোল্লা, ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তর প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।