Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর দিন ব্যাপী হজ্জ প্রশিক্ষণ সম্পন্ন

শরীয়তপুর দিন ব্যাপী হজ্জ প্রশিক্ষণ সম্পন্ন
শরীয়তপুর দিন ব্যাপী হজ্জ প্রশিক্ষণ সম্পন্ন

শরীয়তপুর দিন ব্যাপী হজ্জ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সোমবার ২৯ এপ্রিল সকাল ৯টায় জেলা মডেল মসজিদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণে হজ্জের নিয়ম-কানুন, আবাসন, পরিবহন, চিকিৎসা, কুরবানী ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবহিত হতে পারবেন। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে হজ্জ গমণেচ্ছু ব্যক্তিরা সমৃদ্ধ হবেন এবং সফলভাবে হজ্জ পালনে সক্ষম হবেন।
ইসলামিক ফাউন্ডেশন শরীয়তপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক কৃষিবিদ ড. মুহাম্মদ আবু তালহা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুর মুক্তিযুদ্ধা সংসদের ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক।
জেলা থেকে চলতি বছরে সরকারী ও বেসরকারী পর্যায়ে হজ্জ গমনে নিবন্ধিত ৩০৬ ব্যক্তি এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে দিন ব্যাপী হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।