Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই

শরীয়তপুরে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই
শরীয়তপুরে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই

শরীয়তপুর আংগারিয়া দাদপুর পাকার মাথা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৯টি দোকান পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
এলাকাবাসী তাৎক্ষণিক আগুন নেভাতে শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।