
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম আজ (২২ মে, বুধবার) চাঁদপুর ও শরীয়তপুর জেলা সফর করবেন। উপমন্ত্রীর চাঁদপুর ও শরীয়তপুর সফরের সময়সূচি-
আজ (২২ মে, বুধবার) ভোর ৫ টা ৩০ মিনিটে বাংলাদেশ জাতীয় সংসদের উচ্চমান আবাসিক এলাকার বাসভবন থেকে সদরঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। সকাল ৬ টায় চাঁদপুর জেলার উদ্দেশ্যে রওয়ানা হবেন (লঞ্চ যোগে)। সকাল ৯ টা ৩০ মিনিটে চাঁদপুর ঘাটে উপস্থিত হয়ে শরীয়তপুর জেলার সখিপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন (স্পিডবোট যোগে)। সকাল ১০ টায় সখিপুর দক্ষিণ তারাবুনিয়ায় উপস্থিত হবেন। সকাল ১০ টা ৩০ মিনিটে সখিপুর দক্ষিণ তারাবুনিয়া মাল বাজারে বাংলাদেশ আওয়ামীলীগ ও বেগম আশ্রাফুন নেসা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বস্ত্র বিতরণ কর্মসুচিতে যোগদান করবেন। বেলা ১১ টা ৩০ মিনিটে সখিপুর উত্তর তারাবুনিয়া আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ আওয়ামীলীগ ও বেগম আশ্রাফুন নেসা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বস্ত্র বিতরণ কর্মসুচিতে যোগদান করবেন। দুপুর ১২ টা ৩০ মিনিটে সখিপুর-তারাবুনিয়া-ফেরিঘাট সড়কের ভিত্তি প্রস্থর ও বিদ্যুৎ সংযোগ স্থাপন এবং নদী ভাঙ্গণ কবলিত এলাকার কাজের অগ্রগতি পরিদর্শণ করবেন। দুপুর ২ টায় ভেদরগঞ্জ-কাশিমপুর সড়কের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন। বিকেল ৫ টা ৩০ মিনিটে শরীয়তপুর পুলিশ লাইনে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন। সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে শরীয়তপুর ত্যাগ করবেন। রাত ৮ টা ৩০ মিনিটে কাঠালবাড়ী ঘাটে উপস্থিত হয়ে মাওয়া ঘাটের উদ্দেশ্যে রওয়ানা হবেন (ফেরি যোগে)। রাত ১০ টায় মাওয়া ঘাটে উপস্থিত হয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন। সবশেষে রাত ১১ টা ৩০ মিনিটে বাংলাদেশ জাতীয় সংসদের উচ্চমান আবাসিক এলাকার বাসভবনে উপস্থিত হবেন।
উল্লেখ্য, উপমন্ত্রী’র চাঁদপুর ও শরীয়তপুর সফরকালে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীগণ তাঁর সফরসঙ্গী হবেন।