Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত

শরীয়তপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত

২৫ মে শনিবার (১১ জ্যৈষ্ঠ ১৪২৬) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী। বিদ্রোহী কবি তাঁর লেখনি ও কর্মে মানুষের অধিকার ও সাম্য প্রতিষ্ঠায় সকল প্রকার শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। বাঙালি সংস্কৃতির চর্চায় কাজী নজরুল ইসলামের কবিতা ও গান জাগরণী শক্তির উৎসব। জাতীয় কবির ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শরীয়তপুর জেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘নজরুল চেতনায় বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা, বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।