
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় আতশবাজি খেলতে গিয়ে মাফরান (৮) নামে এক শিশুর পেট থেকে নাড়িভুড়ি বেরিয়ে গেছে। এ ঘটনায় মহিউদ্দিন (১০) নামে আরেক শিশুর পায়ে আঘাত পেয়ে আহত হয়েছে।
রোববার (২৬ মে) তারাবী নামাজের সময় ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার মল্লিক কান্দী গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু মাফরান ওই গ্রামের মিলন শেখের ছেলে এবং মহিউদ্দিন একই গ্রামের ওমর আলী সরদারের ছেলে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, মাফরান ও মহিদ্দিন সহ এলাকার আরো কয়েকজন শিশু মিলে বাড়ির পাশের সড়কের ওপর আতশবাজি ফুটিয়ে খেলতে ছিলো। তারা ম্যাচের কাঠির বারুদ, ভাঙ্গা কাঁচের টুকরো, ইটের কনা ও তারকাটা ইত্যাদি লোহার পাইপের মধ্যে ঢুকিয়ে তার মধ্যে একটা কিছু দিয়ে আঘাত করে। এতে বিকট শব্দ হয়। এতে শিশুরা আনন্দ পায়।
এভাবে আতশবাজি ফুটাতে গিয়ে একটা অংশ শিশু মাফরানের পেটের মধ্যে ঢুকে গেলে তার পেট থেকে ভুড়ি বেরিয়ে আসে। এ ঘটনায় শিশু মহিউদ্দিনের পায়ে আঘাত লাগে।
শিশু মাফরানকে উদ্ধার করে তার স্বজনেরা শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে শিশু মহিউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে, চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |