Friday 9th May 2025
Friday 9th May 2025

শরীয়তপুরে বাস খাদে পড়ে আহত ২০

শরীয়তপুরে বাস খাদে পড়ে আহত ২০
শরীয়তপুরে বাস খাদে পড়ে আহত ২০

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (২৭ মে) ভোর ৫টার দিকে উপজেলার সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের মোল্লারহাট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, চট্টগ্রাম থেকে রোহান (খুলনা মেট্রো ব ১১-০০৮২) পরিবহনের একটি বাস খুলনার উদ্দেশে ছেড়ে আসে। পথে ওই এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এতে কম-বেশি ২০ জন আহত হয়। আহতদের মধ্যে ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।