শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং
সভাপতি রাহিমা আক্তার ও সাধারণ সম্পাদক ওহেদুল ইসলাম

‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ সখিপুর থানা কমিটি

‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ সখিপুর থানা কমিটি

‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ সখিপুর থানা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ২১ আগষ্ট ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ শরীয়তপুর জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আবদুস্ ছালাম ও সাধারণ সম্পাদক মো: দুলাল ছৈয়াল ২৪ সদস্যবিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।

অনুমোদিত কমিটিকে প্রতিটি ইউনিয়নে এই কমিটি গঠনের জন্যও নির্দেশ দেয়া হয়েছে।

‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ সখিপুর থানা শাখার অনুমোদিত কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন বীরমুক্তিযোদ্ধার সন্তান রাহিমা আক্তার ও সাধারণ সম্পাদক হয়েছেন বীরমুক্তিযোদ্ধার সন্তান মো: ওহেদুল ইসলাম ওয়ালিদ।

এছাড়া ‘‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড” সখিপুর থানা কমিটিতে সহ-সভাপতি ইসরানুল হক সুখন, সুরুজ মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক বাদল হাওলাদার, সহ-সাংগঠণিক সম্পাদক মো: তুষার ইমরান, অর্থ বিষয়ক সম্পাদক জুবাইয়া আফরোজ সোহেলা, দপ্তর সম্পাদক মো: মাসুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলায়েত, তথ্য ও গবেষণা সম্পাদক নাসরিন, সমবায়, প্রকল্প ও সমাজকল্যাণ সম্পাদক মো: সুমন, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক মো: রানা, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: ইয়াসিন, আইন ও হিসাব নিরীক্ষা বিষয়ক সম্পাদক মো: সুমন মালত, শিক্ষা বিষয়ক সম্পাদক জহুরা, পাঠাগার ও মিলনায়তন সম্পাদক সোনিয়া আক্তার, মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক ইদ্রিস লাকুরিয়া, যুদ্ধাহত ও শহীদ পরিবার বিষয়ক সম্পাদক আশাদুজ্জামান, সম্মানিত সদস্য হিসেবে ইকবাল সিকদার (সিপন), সোহেল সরকার, নূর-ই আলম, বায়েজিদ মাদবর ও খাদিজাকে নির্বাচিত করা হয়েছে।


error: Content is protected !!