Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ডামুড্যা ধানকাটি ইউপি আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

ডামুড্যা ধানকাটি ইউপি আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাটি ইউপি আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় চরমালগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউপি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজা ছৈয়াল।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হানিফ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইমুম প্রিন্স শান্ত, উপজেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ ইকবাল হোসেন (ওসমান মীর), উপজেলা যুবকল্যাণ ট্রাস্ট ঢাকার সাধারণ সম্পাদক খলিলুর রহমান মাদবর, গণি মাদবর প্রমুখ।