Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ডামুড্যায় কৃষি জমিতে পুকুর খনন ইউএনও’র অভিযান

ডামুড্যায় কৃষি জমিতে পুকুর খনন ইউএনও’র অভিযান

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নে কৃষি জমি নষ্ট করে অবৈধ পুকুর খননের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানকালে খনন কাজে ব্যবহৃত এসকেভেটরের ব্যাটারী জব্দ করা হয়। সোমবার দুপুরে এই অভিযান করা হয়। ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মর্তুজা আল-মুঈদ এ অভিযান পরিচালনা করেন।
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের চকে সবুজ মেলকার, হারুন শেখ, টিটু চোকদার, মাসুদ মাদবর, ইন্দ্রজিত দাস ও সনাতন দাস মিলে প্রায় ৫০ বিঘা কৃষি জমিতে পুকুর খনন করছিল। অনুমতি ছাড়াই এই পুকুর খননের খবর পেয়ে অভিযান পরিচালনা করেন ইউএনও। অভিযানকালে এর সাথে জড়িত কাউকে না পেয়ে খনন কাজে ব্যবহৃত দুটি এসকেভেটরের ব্যাটারী জব্দ করা হয় এবং এই পুকুর খনন কাজ বন্ধ করে দেয়া হয়।
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল-মুঈদ বলেন, জমির শ্রেনী পরিবর্তন করার নিয়ম নেই। অবৈধ পুকুর খননের বিরুদ্ধে উপজেলা প্রশাসন বিভিন্ন সময় এ অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের পুকুর খনন বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।