সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং

ডামুড্যায় শিশু সন্তানকে ওষুধ খাইয়ে হত্যার অভিযোগে মা আটক

ডামুড্যায় শিশু সন্তানকে ওষুধ খাইয়ে হত্যার অভিযোগে মা আটক
ডামুড্যায় শিশু সন্তানকে ওষুধ খাইয়ে হত্যার অভিযোগে মা আটক

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নে এক মায়ের বিরুদ্ধে তার ১৫ দিনের শিশু বাচ্চাকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকালে ইউনিয়নের হাওলাদার কান্দিতে এ ঘটনা ঘটে। ঘটনার পর শিশুটির মা খালেদা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

ডামুড্যা থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৬ সালে ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের হাওলাদার কান্দিরর বাসিন্দা জয়নাল হোসেনের ছেলে বিল্লাল হোসেনের সাথে একই ইউনিয়নের আবুল মাতবরের মেয়ে খালেদার বিয়ে হয়। এর মধ্যে ৪ জন সন্তান হয় এ দম্পত্তির। কিন্তু ২০১৫ সালে সুখের আশায় মালদ্বীপ চলে যান বিল্লাল। এ সুযোগে স্ত্রী খালেদা বেগম তার ছোট দেবর মনির হোসেনের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়।

কয়েকদিন আগে স্বামী বিল্লাল মালদ্বীপ হতে বাড়ি আসলে তার স্ত্রী গর্ভে ৮ মাসের সন্তান দেখতে পায়। পরে সেই সন্তান জন্ম নিলে বুধবার সকালে ১৫ দিনের নিস্পাপ শিশুটিকে ওষুধ খাইয়ে হত্যা করে খালেদা।

এ ব্যাপারে ডামুড্যা থানার অফিসার ইনর্চাজ মোঃ মেহেদী হাসান বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


error: Content is protected !!