
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নে এক মায়ের বিরুদ্ধে তার ১৫ দিনের শিশু বাচ্চাকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকালে ইউনিয়নের হাওলাদার কান্দিতে এ ঘটনা ঘটে। ঘটনার পর শিশুটির মা খালেদা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
ডামুড্যা থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৬ সালে ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের হাওলাদার কান্দিরর বাসিন্দা জয়নাল হোসেনের ছেলে বিল্লাল হোসেনের সাথে একই ইউনিয়নের আবুল মাতবরের মেয়ে খালেদার বিয়ে হয়। এর মধ্যে ৪ জন সন্তান হয় এ দম্পত্তির। কিন্তু ২০১৫ সালে সুখের আশায় মালদ্বীপ চলে যান বিল্লাল। এ সুযোগে স্ত্রী খালেদা বেগম তার ছোট দেবর মনির হোসেনের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়।
কয়েকদিন আগে স্বামী বিল্লাল মালদ্বীপ হতে বাড়ি আসলে তার স্ত্রী গর্ভে ৮ মাসের সন্তান দেখতে পায়। পরে সেই সন্তান জন্ম নিলে বুধবার সকালে ১৫ দিনের নিস্পাপ শিশুটিকে ওষুধ খাইয়ে হত্যা করে খালেদা।
এ ব্যাপারে ডামুড্যা থানার অফিসার ইনর্চাজ মোঃ মেহেদী হাসান বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।