
করোনাভাইরাস সারা বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। প্রতিনিয়ত করোনায় আক্রান্ত হচ্ছে মানুষ এবং মৃত্যু হচ্ছে অনেকের। ঘরবন্দি খেটে খাওয়া মানুষগুলো কাজ না করতে পেরে কর্মহীন হয়ে পড়েছেন। গরীব, দুস্থ ও প্রতিবন্দী অসহায় পরিবারের নিত্যপ্রয়োজনীয় খাবার সংকট দেখা দিয়েছে। এমতাবস্থায় ৩০০ গরিব, দুস্থ ও প্রতিবন্দী অসহায় পরিবারের মাঝে এাণ সামগ্রী বিতরণ করলেন শরীয়তপুর জেলা পরিষদ।
শুক্রবার (১৫ এপ্রিল) বেলা ১১ টায় ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনের মাঠ থেকে এ ত্রাণ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ।
এাণ সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল- ৮ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তৈল, ১ কেজি লবন, ১ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, ১ টি মাস্ক ও ১ জোড়া হ্যান্ডগ্লোব্স।
এ সময় শরীয়তপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল মুনসুর আজাদ (ভিপি শামিম), জেলা পরিষদের সদস্য হাবিবুন নাহার নিপা, পূর্ব ডামুড্যা ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন, কনেশ্বর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বাচ্চু, জনস্বাস্থ্য প্রকৌশলী কাজি রিয়েল ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।