Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ডামুড্যায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন

ডামুড্যায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন

শরীয়তপুরের ডামুড্যায় বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারফ হোসেন সরদার বৃহস্পতিবার ২৩২ অক্টোবর রাত ৯ টার সময় হঠাৎ করে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০ টা ৩০ মিনিটের সময় ডামুড্যা থানা পুলিশের একটি দল মরদেহে জাতীয় পতাকা রেখে সশস্ত্র সালাম প্রদর্শণ করে।

মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারফ হোসেন সরদারের বয়স ছিল ৬৯ বছর। তিনি নারায়নগঞ্জ সিবিএ এর সাবেক সভাপতি ও নারায়নগঞ্জ জেলা শ্রমিকলীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ আত্মীয়-স্বজন, বহু গুণগ্রাহী রেখে গেছেন।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল মামুন, ডামুড্যা থানা এস আই অলিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল বাসার আবু বেপারী, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সহ আরো অনেকে।