সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং
ডামুড্যা বাজারে মনিটরিং অভিযান

ডামুড্যা তিন প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা

ডামুড্যা তিন প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্যে ভেজাল রোধ ও ভোক্তা-অধিকার বিরোধী কার্যক্রম প্রতিরোধকল্পে নিয়মিত তদারকির অংশ হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুজন কাজী ২৪নভেম্বর মঙ্গলবার শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ডামুড্যা বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করেন।

অভিযানে চাল, তেল, আলু পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, ঔষধের দোকান ও খাবার হোটেল পরিদর্শন করেন। এসময় মেয়াদ উত্তীর্ণ পণ্য ও ঔষধ বিক্রয় করায় বাজারের তিন প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা প্রশাসনিক জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া নির্ধারিত মূল্যে পন্য বিক্রয়, ভেজালমুক্ত খাদ্য প্রস্তুত ও বিক্রয়সহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আলোকে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন জেলা বাজার কর্মকর্তা জনাব মোঃ ইউসুফ হোসেন, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি জনাব মোঃ বিল্লাল হোসেন খান ও জেলা পুলিশের একদল চৌকস সদস্য।


error: Content is protected !!