Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ডামুড্যা পৌরসভায় আ’লীগের নৌকার মনোনয়ন পেলেন মাস্টার কামাল উদ্দিন আহমেদ

ডামুড্যা পৌরসভায় আ’লীগের নৌকার মনোনয়ন পেলেন মাস্টার কামাল উদ্দিন আহমেদ
ডামুড্যা পৌরসভায় আ’লীগের নৌকার মনোনয়ন পেলেন মাস্টার কামাল উদ্দিন আহমেদ

ডামুড্যা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন আহমেদ।

৪র্থ দফার ৫৬ টি পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বুধবার (১৩ জানুয়ারি) আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ তালিকা চূড়ান্ত করা হয়। রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মনোনয়ন পাওয়ার পর মেয়র মাস্টার কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। তিনি আমাকে ভালবেসে নৌকা প্রতীকে মনোনীত করেছেন। আমি শরীয়তপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি’র প্রতি কৃতজ্ঞ। আমার প্রতি তিনি আস্থা রেখেছেন। নির্বাচনে জয়লাভ করে পৌরসভাটি তাকে উপহার দেব, ইনশাল্লাহ। আশা রাখি নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচনে জয়লাভ করতে পারলে এলাকাবাসীর সুখে দুঃখে পাশে থাকব।’

এ দফার পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারী। মনোনয়নপত্র যাচাই বাছাই ১৯ জানুয়ারী এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারী।