Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ডামুড্যা শাখার সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ডামুড্যা শাখার সম্মেলন অনুষ্ঠিত
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ডামুড্যা শাখার সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার আওতাধীন ডামুড্যা থানা শাখার বার্ষিক সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়। শুক্রবার ২৯ জানুয়ারি ডামুড্যা ইসলামী আন্দোলন দলীয় কার্যালয়ে এ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

ডামুড্যা থানা সভাপতি আব্দুর রহমান-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আমানুল্লাহ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু হানিফ মিয়া রণি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, শরীয়তপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি মুহাম্মাদ আশিক মাদবর ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ডামুড্যা থানা শাখার সভাপতি মুহাম্মাদ মাহমুদর রহমান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ আবু নাইম সহ থানা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রধান বক্তা তার আলোচনা শেষে নতুনকমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে মুহাম্মাদ আব্দুর রহমান সহ-সভাপতি হিসেবে মুহাম্মাদ শরিফুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মাদ আমানউল্লাহকে মনোনীত করা হয়।