Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ডামুড্যা পৌরসভায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত

ডামুড্যা পৌরসভায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত
ডামুড্যা পৌরসভায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত

শরীয়তপুরের ডামুড্যা পৌরসভায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কুলকুড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন কাউসার ব্যাপারী (৩৪), আবু সায়েদ (২৫), বাবু (২১), শান্ত (২৪), ফাহাদ হোসেন (২২), রেজাউল (২৬), আসাদুজ্জামান আসাদ (৪০), আব্দুল্লাহ অন্তু (২৩), আজাদ ছৈয়াল (৩২) ও নাহিদ ছৈয়াল (৩০)।

তাদের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় পল্লী চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা দেয়া হয়েছে।

১৪ ফেব্রুয়ারি ডামুড্যা পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার স্বতন্ত্র প্রার্থী (জগ প্রতীক) মো. রেজাউল করিম রাজা ছৈয়ালের সমর্থকরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কুলকুড়ি এলাকায় উঠান বৈঠক শেষে প্রার্থীর বাড়ির দিকে যাচ্ছিল। এদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) মাস্টার কামাল উদ্দিন আহমেদের সমর্থকরাও ওই এলাকাতেই ভোট চাইতে যায়। তখন আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন বলেন, ‘দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি হয়েছে। দুুপক্ষের দুটি অভিযোগ পেয়েছি। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’