শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

ডামুড্যা পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে দিক নির্দেশনামূলক ব্রিফিং প্রদান জেলা পুলিশের

ডামুড্যা পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে দিক নির্দেশনামূলক ব্রিফিং প্রদান জেলা পুলিশের

শরীয়তপুর ডামুড্যা পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে মোতায়েনকৃত সকল পুলিশ অফিসার-ফোর্সের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান, পিপিএম।

আগামীকাল ১৪ ফেব্রুয়ারি শরীয়তপুর ডামুড্যা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষ্যে অদ্য ১৩ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১টায় ডামুড্যা থানা প্রাঙ্গনে উক্ত নির্বাচনে ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে মোতায়েনকৃত সকল পুলিশ অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর আহমদ, শরীয়তপুর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার শাওন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল আলম, গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোল্লা সোহেব আলী, জেলা বিশেষ শাখার ডিআইও-২ মোঃ কামরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


error: Content is protected !!