Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ডামুড্যার কনেশ্বর আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

ডামুড্যার কনেশ্বর আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
ডামুড্যার কনেশ্বর আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কনেশ্বর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান বাচ্ছু মাদবর।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মূর্তজা আল মুঈদ, ডামুড্যা থানার উপ পরির্দশক মাসুদ আহমেদ, কনেশ্বর ইউনিয়নের মুক্তিযোদ্ধাবৃন্দ, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল, সহসভাপতি মোঃ মতিউর রহমান, কনেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন সরদার, সাধারণ সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন খান, কনেশ্বর ইউনিয়ন পরিষদের সচিবসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভার শুরুতে ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মূর্তজা আল মুঈদ।