
ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) পুরস্কার পেলেন ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ। তিনি নারায়নগঞ্জ জেলা পুলিশে থাকা কালিন সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৫ জুন) ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার) এর কার্যালয়ে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় শ্রেষ্ঠ এসআই হিসেবে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) কাজল চন্দ্র মজুমদারকে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নুরে আলম মিনা, ঢাকা রেঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছানোয়ার হোসেন, সদর সার্কেল গোপালগঞ্জ, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলামসহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ বলেন, মূলত ভালো কাজের মাধ্যমে পুলিশি সেবা জনগণের কাছে পৌঁছে দেয়াই আমার লক্ষ্য। শ্রেষ্ঠত্ব অর্জন করা এটি ভালো কাজের স্বীকৃতি স্বরূপ। পুরস্কার পেলে দায়িত্ব বেড়ে যায়। দায়িত্ব মানে আরো ভাল কিছু করা সামনে এগিয়ে যাওয়া। ভবিষ্যতেও যাতে সেবা উন্নয়ন ও সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারি তার জন্য সবার দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |