
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের বড় নওগাও গ্রামে ডামুড্যা উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫০০ তাল গাছের চারা রোপন শুরু হয়েছে। মঙ্গলবার ১৩ জুলাই দুপুর ১২ টায় পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদ সড়কে চারা রোপনের মধ্য দিয়ে জেলা প্রশাসক পারভেজ হাসান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ও দুর্যোগ মোকাবেলায় সরকারের উদ্যোগকে আরও গতিশীল করার উদ্দেশ্যে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান । প্রাথমিক পর্যায়ে ৫০০ তালের চারা রোপন করা হবে।পর্যায়ক্রমে ডামুড্যা উপজেলার অন্যান্য এলাকায় আরও কয়েক হাজার চারা রোপন করবে বলেও জানান তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন, ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃআলমগীর হোসেন মাঝি, ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ডামুড্যা থানার অফির্সার ইনচার্জ শরীফ আহমেদ, ডামুড্যা উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল কাজী রিয়েল, পূর্ব ডামুড্যা পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল, সাধারন সম্পাদক মোঃ নান্নু মৃধা ।
এ সময় জেলা প্রশাসক ডামুড্যা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, উপজেলার প্রত্যেকটি বেড়িবাঁধে বন বিভাগের মাধ্যমে তালের চারা রোপন করা হবে। পাশাপাশি বজ্রপাত থেকে কৃষকদের প্রাণ বাঁচাতে বিভিন্ন ক্ষেতের আইলেও তাল গাছের চারা লাগানো হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |