
শরীয়তপুরের ডামুড্যায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া এক ব্যক্তির দাফন সম্পন্ন করেছে উপজেলা ছাত্রলীগ।
ঈদুল আজহার দিন বুধবার (২১ জুলাই) দুপুরে উপজেলার কনেশ্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলতাকুরি গ্রামের আনছার উদ্দিন হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা যান। আনছার উদ্দিন ওই গ্রামের মৃত জালাল উদ্দিন হাওলাদারের ছেলে।
মৃত ব্যক্তির দাফন কাজে পরিবার ও এলাকার কেউ এগিয়ে আসেননি। পরে সন্ধ্যা ৬টায় উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হক ইমরানের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা ধর্মীয় রীতি অনুযায়ী মরদেহ দাফন করে।
এ সময় পূর্ব মাদারীপুর সরকারি কলেজ শাখার সভাপতি সবুজ, সাধারণ সম্পাদক মিঠু, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জীবন সরদার, ডামুড্যা পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম সুলাইমান, সোহেল, মান্নান ও শিপনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়া ডামুড্যা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. লোকমান হোসেন ও ধানহাটা জামে মসজিদের সাবেক পেশ ইমাম মাওলানা মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হক ইমরান বলেন, করোনা আক্রান্ত বা উপসর্গে মারা যাওয়া ওই ব্যক্তির দাফনে পরিবার বা স্বজনরা এগিয়ে আসেনি। পরে বিষয়টি জানতে পেরে কনেশ্বর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমানকে অবগত করি। পাশাপাশি ছাত্রলীগের অন্যান্য সদস্যদের নিয়ে মানবিক এ কাজ করি। করোনা আক্রান্ত বা উপসর্গে কেউ মারা গেলে নিয়ম অনুযায়ী আমরা তার দাফনকার্য সম্পন্ন করব।
এদিকে, শরীয়তপুর সিভিল সার্জন ডা. এস এম আব্দুল্লাহ আল মুরাদ জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৩ নমুনা পরীক্ষা করে ৪৪ জন পজিটিভ হয়েছেন। এছাড়া মারা গেছেন দুইজন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |