Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

মানবতার ফেরিওয়ালা ডামুড্যা থানার ওসি শরীফ আহমেদ

মানবতার ফেরিওয়ালা ডামুড্যা থানার ওসি শরীফ আহমেদ

পৌরসভার ৯ নং ওয়ার্ডের দক্ষিণ ডামুড্যা গ্রামের রুমান আতষ্কর এর বাড়িতে তাহার রান্নাঘরে ছয় বছর ধরে থাকা গৃহহীন সত্তর বছর বয়সী বৃদ্ধ বিপত্নীক আলী আশ্রাফ এর জন্য বাজার খাদ্য দ্রব্য ও জামা জুতা নিয়ে হাজির ডামুড্য থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ।

ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ কয়েক দিন আগে গরীব মানুষের অবস্থা নিজ চোখে দেখার জন্য এলাকা দিয়ে ঘুরতে বের হন, তিনি দক্ষিণ ডামুড্যা গ্রামের আতষ্কর বাড়ির সামনে আলী আশ্রাফ (৭০) কে দেখেন তখন থাকে জিজ্ঞেস করেন আপনি এখানে ঘুরছেন কেন? তখন আশ্রাফ আলী বলেন আমার নিজের ঘর বাড়ি নাই। আমি এখানে একটি রান্না ঘরে থাকি, আমার বাসায় খাবার নাই পাক করার কেউ নাই,আমার বউ ২০ বছর আগে মারা গেছে। আমি নিজ ঘরের রান্না করা খাবার খেতে পারিনা। আমি খুব কষ্টে জীবন যাপন করছি। আমার পোশাক নাই। কথা গুলো শুনার পর ডামুড্যা থানার ওসি শরীফ আহমেদ কেদে ফেলেন সাথে সাথেই তিনি বাজারে গিয়ে তার জন্য বাজার, চাল,ডাল, তেল,মোরগ, পাঞ্জাবি, জুতা নিয়ে আসেন।

ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ বলেন, আমার বাবা মারা গিয়েছে। আমার বাবা বেচে থাকলে আমি তার জন্য যা করতাম এখানে তাই করছি।আমি একটু অনুরোধ করবো আপনার যারা বিত্তবান আছেন তারা এই কঠিন মূহুর্তে অসহায় মানুষের পাশে দাড়ান।কারন মানুষ মানুষের জন্য।

তিনি আরো বলেন পুলিশের চাকুরী পাওয়ার পর দেশসেবা ও মানব সেবার ব্রত নিয়ে এগিয়ে চলছি।অসহায় ও দরিদ্র মানুষের সেবার জন্য সবসময় কিছু করার চিন্তা নিয়ে এগোতে থাকি।এদিকে ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ এর এই মহানুভবতায় মুগ্ধ হয়েছে অনেকেই, আর তার জন্য শুভ কামনা করছে উপকারভোগীরা।

অসহায় বৃদ্ধা আশ্রাফ আলী বলেন, ওসি আমার জন্য চাল,ডাল,তেল,মোরগ, বাজার, পড়ার জন্য পাঞ্জাবি, লুঙ্গি, জুতা নিয়ে এসেছে, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ সব সময় উনাকে ভালো রাখবে।

এসময় হারুন আতষ্কর বলেন, আশ্রাফ আলী বাড়ি ঘর নাই খুবই কষ্টে থাকে,সে রুমান আতষ্করের পাকের ঘরে থাকে ,ওসি সাব খুবই ভালো কাজ করছেন।