Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ডামুড্যায় অটোরিকসা শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের সামগ্রী বিতরণ

ডামুড্যায় অটোরিকসা শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের সামগ্রী বিতরণ

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় অটোরিকশা শ্রমিকদের জন্য মানবিক সহায়তা কর্মসুচির আওতায়১০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় ডামুড্যা উপজেলা পরিষদের মাঠে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন উপস্থিত থেকে শ্রমিকদের হাতে মানবিক সহায়তা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা কাজী রিয়েল, ডামুড্যা উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি কালাম চৌকিদার, সাধারন সম্পাদক মজিবর রহমান।

বিতরণকালে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, মহামারী করোনা ভাইরাসের কারণে লকডাউনে মানুষের বেঁচে থাকার সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী মানবিক সহায়তা পাঠিয়েছেন। আপনাদের মাঝে সেগুলো বিতরণ করা হলো।

ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি বলেন, করোনার মহামারীতে সংক্রমণ রোধে দেশের সকল সেক্টরে গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। অটোরিকশা শ্রমিকরা পরিবার নিয়ে যাতে কষ্টে না থাকে সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে শ্রমিকদের জন্য এ খাদ্য সহায়তা প্রদান করলো। যদি সমস্যা হয় তাহলে পুনরায় তাদের আবার সহায়তা করা হবে।