Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ডামুড্যায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

ডামুড্যায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
ডামুড্যায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় ডামুড্যা অফির্সাস ক্লাবে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি ।

সভায় উপজেলায় আইন শৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ , ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার, ডামুড্যা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ডামুড্যা থানার অফিসার্স ইনচার্জ শরীফ আহমেদ, ডামুড্যা উপেেজার কৃষি কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, ডামুড্যা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সফিকুল ইসলাম ভুইয়া , উপজেলা ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, ডামুড্যা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, ডামুড্যা উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, ডামুড্যা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়েদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কোহিনুর আক্তার, উপজেলার সহকারী প্রোগ্রামার অফিসার মোঃ লিটন মুন্সি, ডামুড্যা উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার ফরহাদ, ডামুড্যা উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার, ডামুড্যা উপজেলার দারিদ্র বিমোচন কর্মকর্তা শহিদুল ইসলাম, কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান বাচ্ছু মাদবর, দারুল আমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোক্তার হোসেন খান, সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আমীন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমীন উদ্দিন ঢালী, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল, সাধারন সম্পাদক মোঃ নান্নু মৃধাসহ বিভিন্ন ইউনিয়ন এর চেয়ারম্যানবৃন্দ প্রমুখ।