Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ডামুড্যা সরকারি কলেজে ক্লাস নিলেন জেলা প্রশাসক পারভেজ হাসান

ডামুড্যা সরকারি কলেজে ক্লাস নিলেন জেলা প্রশাসক পারভেজ হাসান
ডামুড্যা সরকারি কলেজে ক্লাস নিলেন জেলা প্রশাসক পারভেজ হাসান

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় অবস্থিত সরকারি পূর্ব মাদারীপুর বিশ্ববিদ্যালয় কলেজে বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর দুপুর ১২ টায় বিশেষ ক্লাস নিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান ।

ক্লাসে লেকচার দেওয়ার সময় জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান ছাত্র- ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বিশ্বায়নের এ যুগে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নিজেদের গড়ে তুলতে এখনই প্রকৃত সময়। তাই সময়ের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহুর্ত কাজে লাগাতে হবে। সময়কে সময়মতো যাঁরা কাজে লাগাবে তাঁরই প্রকৃত মানুষ হিসাবে প্রতিযোগিতায় টিকে থাকবে। সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।

জেলা প্রশাসক বলেন, আগামী প্রজন্মকে প্রকৃত শিক্ষা দান, দেশ ও মানবপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং তাদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় মানসম্মত শিক্ষা প্রদান নিশ্চিত করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল সহ প্রমূখ।