Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ডামুড্যায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

ডামুড্যায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
ডামুড্যায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

শরীয়তপুরের ডামুড্যায় স্বাস্থ্যবিধি মেনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সিপিপির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।

বুধবার ১৩ অক্টোবর ‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্ততি’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসারের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী।

এ উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, সমবায় কর্মকর্তা মোঃ রাসেদুল আলম,ধানকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক পিন্টু, আইসিটি কর্মকর্তা মোঃ লিটন মুন্সী, ফায়ার সার্ভিস কর্মকর্তা আবু দাউদ সহ অন্যান্য কর্মকর্তাগন।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস সদস্যরা বাসা বাড়িতে কিংবা কোন প্রতিষ্ঠান আগুন লাগলে সে আগুন নেভানোর কৌশল উপস্থিত সকলকে শিখিয়ে দেন।