Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ডামুড্যায় আলেম ওলামাগনের সাথে মতবিনিময়

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ডামুড্যায় আলেম ওলামাগনের সাথে মতবিনিময়
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ডামুড্যায় আলেম ওলামাগনের সাথে মতবিনিময়

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার আলেম-ওলামা এবং ধর্মীয় নেতাদের সঙ্গে শান্তি-সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা করেছে ডামুড্যা থানা পুলিশ। কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান বাচ্ছু মাদবর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ। বৃহস্পতিবার ২১ অক্টোবর বিকাল ৩টায় কনেশ্বর ইউনিয়ন পরিষদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহম্মেদ দৈনিক রুদ্রবার্তাকে বলেন, শান্তির এলাকা ডামুড্যা, এখানে কাউকে অশান্তি সৃষ্টি করতে দেয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তারাই আজ বিশৃঙ্খলার সৃষ্টি করছে। এই সাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কনেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কনেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান হাওলাদার, কনেশ্বর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক মোঃ ইমরান খান , বিট পুলিশং অফিসার ফরিদ আহমেদ ।