
“জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন” এই শ্লোগানকে সামনে রেখে ডামুড্যা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস এ সভার আয়োজন করা হয়েছে।
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসারের সভা আয়োজিত মঙ্গলবার ২৪ তারিখ সকালে জনশুমারি ও গৃহগণনা-২০২২ পরিচলনার নিমিত্তে উপজেলা শুমারি/জরিপ স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান আহমেদ ’র সভাপতিত্ব অনুষ্ঠানে এবং উপজেলা পরিসংখ্যান ও উপজেলা শুমারী সমন্বয় কারী প্রজিৎ কুমার কর্মকর্তা এর সঞ্চালনায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডামুড্যা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন ,ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ , উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কোহিনূর আক্তার , উপজেলা কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান , উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম গিয়াস উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়দুর রহমান, ডামুড্যা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান,উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব আলম, কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর, সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লু রহমান, ডামুড্যা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার আবু বেপারি জোর্নাল অফিসার রুবেল হোসেন,রবিউল ইসলাম, তানভীর আহমেদ অপু, শাহাদাৎ হোসেন, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল প্রমূখ ।
উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্য্যান অফিসার ও উপজেলা সমন্বয় কারী প্রজিৎ কুমার । সভায় আলোচকগণ আসন্ন জনশুমারি ও গৃহগণনা কর্মসূূচিতে নিভুল তথ্য উপাত্ত সংগ্রহে সকলকে সহযোগিতা করতে আহবান জানান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |