Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

আইন শৃঙ্খলা ও সাধারণ কমিটির সভা ডামুড্যা অনুষ্ঠিত

আইন শৃঙ্খলা ও সাধারণ কমিটির সভা ডামুড্যা অনুষ্ঠিত
আইন শৃঙ্খলা ও সাধারণ কমিটির সভা ডামুড্যা অনুষ্ঠিত

উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ডামুড্যা উপজেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রতি মাসে এই ধরনের সভার আয়োজন করা হয়। এতে প্রশাসনের সকল কর্যক্রম যথাযথভাবে তদারকি করা হয়।

মঙ্গলবার ২৪ মে বেলা ১১ টার সময় ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান আহমেদ এর সভাপতিত্বে ডামুড্যা উপজেলা পরিষদ সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি।

এছাড়া আরও উপস্থিত ছিলেন-ডামুড্যা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোহাম্মদ মোস্তফা,ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ ,উপজেলা কৃষি অফিসার শেখ আজিজুর রহমান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়দুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, জনস্বাস্থ্য প্রকৌশল জাহিদ হাসান , মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গিয়াস উদ্দিন,প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন ,ডামুড্যা পোরসভা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার আবু বেপারি,কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্যা,ধানকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা রতন, সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লু রহমান, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল সহ আরও প্রমূখ ।