Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ডামুড্যাতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

ডামুড্যাতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা
ডামুড্যাতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৮ জুন) বিকেলে উপজেলা পরিষদ মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ডামুড্যায় ইউনিয়ন পর্যায়ের চুড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডামুড্যা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মেহেদী হাসান রুবেল মাদবর, উপজেলা শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন , সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, ফারুক আহমেদ,ধানকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা রতন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্যা,১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পধান শিক্ষক জাহিদুল ইসলাম, ২৪নং দশমনতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহাজালাল হাওলাদার, ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওয়াসিম সরদার প্রমুখ।

বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের খেলায় ৬১নং গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০-২ গোলে পরাজিত করে ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় ৬০ নং ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০-১ গোলে ট্রাইব্রেকারে পরাজিত করে ২৪নং দশমনতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়। শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।