Sunday 11th May 2025
Sunday 11th May 2025
ডামুড্যা পৌরসভার ৯নং ওয়ার্ডে

দায়ের কোপে আনসার সদস্যসহ দুজন গুরুতর আহত

দায়ের কোপে আনসার সদস্যসহ দুজন গুরুতর আহত
দায়ের কোপে আনসার সদস্যসহ দুজন গুরুতর আহত

শরীয়তপুরের ডামুড্যায় এক যুবকের ধারালো দায়ের কোপে আনসার সদস্যসহ দুজন গুরুতর আহত হয়েছেন। ডামুড্যা থানার ওসি শরীফ আহমেদ জানান, অভিযুক্ত যুবককে স্থানীয়দের সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টার দিকে ডামুড্যা পৌরসভার ৯নং ওয়ার্ডের উজ্জ্বল ফকির নামে এক যুবক এ ঘটনা ঘটায়।
আহতরা হলেন, জামাল আকন ও আনসার সদস্য নান্নু বেপারী। তাদের অবস্থা গুরুতর হওয়ায় ডামুড্যা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়।

স্থানীয়রা জানান, জামাল আকনকে উজ্জ্বল ফকির ধারালো অস্ত্র দিয়ে সন্ধ্যায় কোপায়। বিষয়টি স্থানীয় আনসার সদস্য নান্নু বেপারী জানতে গেলে তাকেও এলোপাতাড়ি কোপাতে থাকেন উজ্জ্বল।

ডামুড্যা থানার ওসি বলেন, ‘পাশেই একটি ছয় বছরের মেয়ের মরদেহ পুকুরে পাওয়া গেছে। সে ঘটনার তদন্তে সেখানে আমরা যাই। পরে শুনতে পারি, সেখানে এই ঘটনা ঘটেছে। যিনি এ ঘটনা ঘটিয়েছেন তাকে আমরা গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। তার বিরুদ্ধে মামলা প্রতিক্রিয়াধীন আছে।’