Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ডামুড্যায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক

ডামুড্যায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক
ডামুড্যায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-৩-এর আওতায় শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে বসবাসরত পরিবারের সাথে কথা প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের পরিচালক-১২ মোঃআসাদুজ্জামান ।

২৪ অক্টোবর ২০২২ ডামুড্যা উপজেলার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন প্রকল্পের পরিচালক-১২,মোঃ আসাদুজ্জামান। ধানকাটি ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন,তাদের আয়বর্ধকমূলক কার্যক্রম, জীবনমানের পরিবর্তন ইত্যাদি দেখে সন্তুষ্ট হোন। ডামুড্যা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করায় তিঁনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রকল্প পরিদর্শন শেষে পরিচালক-১২, মোঃ আসাদুজ্জামান বলেন, ভূমিহীনমুক্ত উপজেলা ঘোষণার পরও যদি ‘ক’ শ্রেণির ব্যক্তি পাওয়া যায় তার জন্যও ঘর বরাদ্দ দেওয়া হবে। তবে ‘খ’ শ্রেণির ব্যক্তিদের জন্য ঘর বরাদ্দের ব্যাপারে তিনি বলেন, ‘খ’ শ্রেণির ঘরের জন্য সময় লাগবে।
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলার অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব)মোঃ সাইফুদ্দিন গিয়াস, ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান ,সহকারী কমিশনার (ভূমি) জনাব সবিতা সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব রেজাউল করিম, ধানকাটি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জনাব গোলাম মাওলা রতন প্রমূখ।