Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ডামুড্যায় অবৈধ বালু উত্তোলনের ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস

ডামুড্যায় অবৈধ বালু উত্তোলনের ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস
ডামুড্যায় অবৈধ বালু উত্তোলনের ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস

শরীয়তপুরের ডামুড্যায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (১৯ নভেম্বর ) দুপুরে উপজেলার শিধলকুড়া ইউনিয়নের আদাশন এলাকায় অভিযান চালিয়ে এসব ড্রেজার ধ্বংস করা হয়। এ সময় বিপুল পরিমাণ পাইপ নষ্ট করে দেওয়া হয়।

ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার বলেন, ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের আদাশন এলাকায় অবৈধ ড্রেজার বসিয়ে বালু ভরাটের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। ড্রেজারসহ প্রায় ২ হাজার মিটার পাইপ বিনষ্ট করা হয়। ড্রেজার চালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। শিধলকুড়া বাজারের কাছে খাস জমিতে অবৈধভাবে ঘর তোলার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তা বন্ধ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার এর নেতৃত্ব অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় পুলিশ ও আনসার বাহিনী উপস্থিত ছিলেন।