
“স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যায় প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ডামুড্যা’র আয়োজনে শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ডামুড্যা উপজেলা পরিষদ মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়।
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শেখ শরীফুল আলম, কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর, উপজেলা ইঞ্জিনিয়ার আবু নাইম নাবিল, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, আইসিটি কর্মকর্তা লিটন মুন্সি,সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিন উদ্দিন ঢালী, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মুক্তার হোসেন, ডামুড্যা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল মাদবর, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল, সাধারন সম্পাদক নান্নু মৃধা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম প্রমূখ।
ডামুড্যা উপজেলার ইনসট্রাক্টর ফয়জুল কবির ‘র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার ।
তিনি বক্তব্য শেষে প্রাণিস্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করেন। অন্যানের মাঝে বক্তব্য রাখেন পাখি প্রেমিক তরুন খামারী রাব্বি । আলোচনা শেষে সফল খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রদর্শনীতে ৬টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির ৪০ টি স্টল স্থান পায়।