বুধবার, ২২শে মার্চ, ২০২৩ ইং, ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৩০শে শাবান, ১৪৪৪ হিজরী
বুধবার, ২২শে মার্চ, ২০২৩ ইং

ডামুড্যায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ডামুড্যায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দারুলআমান উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে। সোমবার (১৩ মার্চ) বিকালে দারুলআমান উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দারুলআমান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: এমদাদুল হক ইনু বেপারী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, ডামুড্যা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, দারুলআমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মুক্তার হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। ফলে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের চেয়ে শিশুকে মেধাবী হিসেবে গড়ে তুলতে পুঁজি বিনিয়োগ করা প্রয়োজন। আর তাতে সফলতা পেতে হলে ছাত্র শিক্ষক ও অভিভাবকের মাঝে সেতু বন্ধন গড়ে তুলতে হবে।

 


error: Content is protected !!