মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং

ডামুড্যায় ছাত্র-ছাত্রীদের ভূমি বিষয়ক প্রাথমিক ধারণা দিলেন এসিল্যান্ড

ডামুড্যায় ছাত্র-ছাত্রীদের ভূমি বিষয়ক প্রাথমিক ধারণা দিলেন এসিল্যান্ড

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় ভুমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে ভূমি বিরোধ ও ভূমি বিষয়ক নানা ধরনের জটিলতা হ্রাসের উদ্দেশ্যে ডামুড্যা উপজেলার শিধলকুড়া উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ভূমি বিষয়ক প্রাথমিক ধারণা দেয়া হয়েছে।

বুধবার (২৫ মে) বেলা ১২ টায় ডামুড্যা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের ভূমি বিষয়ক যেমন-মৌজা ম্যাপ, খতিয়ান, দাগ প্রভৃতি বিষয়ে কথা বলেন সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার।

সহকারী কমিশনার (ভূমি) জানান, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে তরুন প্রজন্মের ছেলে মেয়েদের জমিজমা সম্পর্কে ধারণা দিতে জনবান্ধব এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এতে করে তাদের মধ্যে সচেতনতা তৈরি হবে এবং ভবিষ্যতে ভূমি বিষয়ক নানা ধরনের জটিলতা হ্রাস পাবে। পর্যায়ক্রমে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এটি অব্যাহত থাকবে।

এসময় শিধলকুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারীবৃন্দ এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উপস্থিত, শিধলকুড়া উপস্থিত ছিলেন।


error: Content is protected !!