
শরীয়তপুর -৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপির নিজস্ব অর্থায়নে ২২ লক্ষ টাকা ব্যায়ে আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন এর উদ্যোগে আইন উদ্দিন স্মৃতি গণ গ্রন্থাগার নির্মাণ করা হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর ) বেলা ১১ টায় উপজেলার ডামুড্যা উপজেলার ডামুড্যা উপজেলা ভুমি অফিসের পাশ্বে আইন উদ্দিন স্মৃতি গন গ্রন্থাগার উদ্বোধন করেন শরীয়তপুর -৩ আসনের মাননীয় সংসদ আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি। নাহিম রাজ্জাক এমপি বলেন,এই অঞ্চলের গুনব্যক্তি শিক্ষাবিদ আইন উদ্দিন মাস্টার, আমার বাবা মরহুম আব্দুর রাজ্জাক প্রাথমিক ভাবে আইন উদ্দিন স্মৃতি গ্রন্থগার প্রতিষ্ঠা করেন, আমরা আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের উদ্যোগে শরীয়তপুর জেলার মধ্যে একটি নান্দনিক ও ডিজিটাল গন গ্রন্থগার রুপান্তর করলাম,আমি মনে করি এই গন গ্রন্থগার স্থাপনের ফলে এই অঞ্চলের মানুষের বিশেষ গ্রন্থাগার থেকে জ্ঞান সংগ্রহ করে, নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেই আইন উদ্দিন এর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব হবে।
অন্যান্য বক্তারা এ সময় শিক্ষা বিদ আইন উদ্দিন এর অবদান স্মরণ করে যুব সমাজের অবক্ষয় রোধে সন্তানদের পাঠাগারমুখী করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্ছু ছৈয়াল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার,ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্যা,ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাবেক সভাপতি মোঃ মেহেদী হাসান রুবেল মাদবর, ডামুড্যা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, কামরুল হাসান মন্টি মাঝি,ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন সহ উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃত্ব বৃন্দ।