Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ডামুড্যায় নতুন এসিল্যান্ড সুজন দাশ গুপ্তের যোগদান

ডামুড্যায় নতুন এসিল্যান্ড সুজন দাশ গুপ্তের যোগদান
সুজন দাস গুপ্ত

শরীয়তপুরের ডামুড্যায় সহকারী কমিশন (ভূমি) হিসেবে যোগদান করেছেন ৩৬ তম ব্যাচের কর্মকর্তা সুজন দাস গুপ্ত। এর আগে তিনি সুনামের সাথে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসাবে দ্বায়িত্ব পালন করেন।

সম্প্রতি তিনি শরীয়তপুর জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের কার্যালয়ে যোগদান করেন এবং একই দিনে বেলা ১২ টার সময় ডামুড্যা উপজেলায় সহকারী কমিশন (ভূমি) হিসেবে দায়িত্ব ভার গ্রহন করেন।

পারিবারিক জীবনে তিনি বিবাহিত, এক সন্তানের জনক। নবনিযুক্ত উপজেলা সহকারী কমিশন ভূমি সুজন দাস গুপ্তকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান, সদ্য বিদায়ী সহকারী কমিশন (ভূমি) সবিতা সরকার, উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) শেখ শরীফুল আলম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, নির্বাহী অফিসারের কার্যালয় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীসহ ডামুড্যা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী গন।

এসময় সহকারী কমিশনার ভূমি সুজন দাশ গুপ্ত দায়িত্ব পালনে এ উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।