Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ডামুড্যা উপজেলার নবাগত ইউএনও মোবাশ্বের আলম এর যোগদান

ডামুড্যা উপজেলার নবাগত ইউএনও মোবাশ্বের আলম এর যোগদান
ডামুড্যা উপজেলার নবাগত ইউএনও মোবাশ্বের আলম এর যোগদান

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার নবাগত ইউএনও হিসেবে যোগদান করেছেন মোবাশ্বের আলম সাকীব।
বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর দুপুরে তিনি যোগদান করেন। এর আগে তিনি ঢাকা জেলার দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন। তিনি ৩৩ তম বিসিএস ক্যাডার। তিনি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট এএইচসি উচ্চ বিদ্যালয় থেকে ২০০৫ সালে এসএসসি, ২০০৭ সালে সরকারি মুজিব কলেজ থেকে এইচএসসি, ২০১২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ২০১৩ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
যোগদানের পর উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানান।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম সাকীব বলেন,সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধপরিকর। ডামুড্যা উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা সহ সরকারি সকল কাজে সাধারণ মানুষকে সহযোগীতা করতে আমার চেষ্টা থাকবে।