Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ডামুড্যায় পুলিশের ওপেন হাউজ ডে ২০২৫ অনুষ্ঠানে পুলিশ সুপার নজরুল ইসলাম

ডামুড্যায় পুলিশের ওপেন হাউজ ডে ২০২৫ অনুষ্ঠানে পুলিশ সুপার নজরুল ইসলাম
ডামুড্যায় পুলিশের ওপেন হাউজ ডে ২০২৫ অনুষ্ঠানে পুলিশ সুপার নজরুল ইসলাম

জঙ্গি, সন্ত্রাসবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে শরীয়তপুরের ডামুড্যা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বৃহস্পতিবার ২৪ এপ্রিল দুপুরে ডামুড্যা থানায় এ কর্মসূচি পালন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের সুযোগ্য পুলিশ সুপার মো. নজরুল ইসলাম (পিপিএম সেব)।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান মানিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শরীয়তপুর জেলা পুলিশের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম (পিপিএম সেব), এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মো. তানভীর হোসেন ( পিপিএম সেবা) ও সচেতন নাগরিক সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা ডামুড্যা উপজেলায় সংগঠিত বিভিন্ন অপরাধমূলক সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলো সমাধানের জন্য পুলিশ প্রশাসনকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো.নজরুল ইসলাম বলেন, পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদেরও অপরাধ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। পুলিশকে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে সহযোগিতা আহ্বান জানান তিনি। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানায় এ পুলিশ কর্মকর্তা।

এখন থেকে ডামুড্যায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক প্রতিরোধের জন্য পুলিশ ডোপ টেস্ট এর উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।

এছাড়াও অবৈধভাবে চলাচল করা নসিমন, করিমন, ভটভটি সহ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযোগ পরিচালনা করা হবে।