Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ডামুড্যায় মায়ের সাথে গোসল করতে গিয়ে শিশু নিখোঁজ; দুইদিন পর লাশ উদ্ধার

ডামুড্যায় মায়ের সাথে গোসল করতে গিয়ে শিশু নিখোঁজ; দুইদিন পর লাশ উদ্ধার

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা জয়ন্ত নদীতে মার সাথে গোসল করতে গিয়ে সাবিহা জাহান (৪) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ডামুড্যা ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে ওই শিশুটি উদ্ধার করতে পারেনি।

শুক্রবার (১০ এপ্রিল) পুনরায় খোঁজাখুঁজি করলে সকালের দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

এদিকে, সাবিহা মৃত্যুর খবর তার এলাকায় ছড়িয়ে পড়লে আত্মীয় স্বজনসহ লোক জন নদীর পাড়ে এসে ভীড় জমায়।

সাবিহা জাহান (৪) ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যা গ্রামের রাজিব মাঝির মেয়ে। দুপুর সোয়া ১ টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে যানা যায়, ডামুড্যা জয়ন্তী নদীতে সোয়া ১ টার দিকে গোসল করতে আসেন সাবিহা তার মার সাথে। সাবিহাকে গোসল করিয়ে পাড়ে দাঁড় করিয়ে মা গোসল করতে যায়। গোসল শেষ করে মা সাবিহাকে দেখে নাই। পরে তার পরিবারের লোকজনদের খবর দিলে তারা ফায়ার সার্ভিসকে বিষয়টি অবগত করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালায়। নদীতে জোয়ার থাকায় তারা তাদের উদ্ধার কাজ সমাপ্ত করেন।

ডামুড্যা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নিত্য গোপাল সরকার বলেন, নদীতে এখন জোয়ার। দুপুরে সাবিহা তার মার সঙ্গে গোসল করতে জয়ন্তী নদীতে যায়। সেই সময়ে মার অজান্তে হঠাৎ সাবিহা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। আমাদের ডুবুরি দল জোয়ারের কারণে বাচ্চাটিকে খুঁজে পায়নি। আমরা ভাটা আসলে আবার চেষ্টা করবো। এর পাশাপাশি আমরা গোসাইরহাট উপজেলা ফায়ার সার্ভিসকে বলে দিয়েছি যাতে তারা লক্ষ্য রাখে।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার শিশুটির মায়ের সাথে নদীতে গোসল করতে নামে। মা গোসল করে উঠে গেলেও শিশুটি উঠতে পারেনাই। আজ শুক্রবার সকালে শিশুটির লাশ উদ্ধার করা হয়।