
শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেছেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোটা বাঙালী জাতিকে একটি সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন। ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু ফিরোদ আসার পরে তিনি বলেছিলেন, একটি শিক্ষিত জাতি হিসেবে গর্বিত বাংলাদেশ গড়তে চাই। বঙ্গবন্ধুর লক্ষ ছিল অবহেলিত জনগোষ্ঠিকে শিক্ষিত হিসেবে গড়ে তোলা।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে দেওয়ান কল্যান ট্রাস্ট এর আয়োজনে ডামুড্যা থানা সংলগ্ন ডামুড্যা মডেল টাউনে পিএসসি/জেএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও সুধী সমাবেশে এসে প্রধান অতিথির বক্তব্যে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এসব কথা বলেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. আলমগীর হোসাইন, গোসাইরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিন, ডামুড্যা পৌরসভার মেয়র হুমায়ূন কবীর বাচ্চু ছৈয়াল, ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, ডামুড্যা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম ।
বাংলাদেশ কমার্স ব্যাংক ভাইস প্রেসিডেন্ট ও দেওয়ান কল্যান ট্রাস্টের উপদেস্টা মন্ডলীর সদস্য ডিএম মনিরুজ্জামানের সভাপতিত্বে, দেওয়ান কল্যান ট্রাস্টের নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জসিম মাহমুদ এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল হান্নান দেওয়ানের সার্বিক সহযোগিতা করেন।
এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পিএসসি/জেএসসি জিপিএ-৫ প্রাপ্ত ১২৩ জনকে সংবর্ধনা প্রদান করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |