
শরীয়তপুরের গোসাইরহাট থানা ক্যাম্পাসে থানা প্রশাসনের আয়োজনে মাসিক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় ওপেন হাউজ ডে এর উন্মুক্ত বক্তব্যে বক্তারা গোসাইরহাটকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, বাল্য বিবাহমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় এলাকার বেশ কিছু সমস্যার কথা উঠে এলে অনুষ্ঠানের প্রধান অতিথি শরীয়তপুরের পুলিশ সুপার আব্দুল মোমেন (পিপিএম) সেই সমস্যাগুলোকে সমাধান করার আশ্বাস প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, পুলিশ জনগনের সেবক, পুলিশ জনগনের বন্ধু। তিনি এলাকার রাজনীতিবিদ, গন্যমান্য ব্যক্তিদের পুলিশকে সহযোগিতা করার আহবান জানান। কিছু সীমাবদ্ধতার কথা তুলে ধরে গ্রাম পুলিশদের আন্তারিকভাবে কাজ করার পরামর্শ দেন। আলোচনা সভায় গোসাইরহাট থানা অফিসার ইন চার্জ (ওসি) মো. সেলিম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল মো. মোহাইমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. আলী আহমেদ আকন, ইদিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন শিকারী, কোদালপুর ইউনিয়নের চেয়ারম্যান এস,এম, মিজানুর রহমান, কুচাইপট্টি ইউনয়িনের চেয়ারম্যান নাসির উদ্দিন স্বপন, আলাওলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গনি বেপারী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. শাজাহান সিকদার, । অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআই সৈয়দ আওলাদ হোসেন। সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনীতিবিদ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |