
গোসাইরহাট উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মৎস্য সম্পদের সম্প্রসারন, সংরক্ষন ও উন্নয়নে জনসচেতনতা সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ১৭ জুলাই থেকে ২৩ শে জুলাই “জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯” অনুষ্ঠিত হয়েছে। এবারের “মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য বিষয় “মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনিল অর্থনীতির অগ্রগতি”। সপ্তাহ ব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন, সড়ক র্যালী, পোনামাছ অবমুক্ত করন ও আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইনের সভাপতিত্বে সপ্তাহ ব্যাপী এ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, ইদিলপুর ইউপি’র চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন শিকারী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) এম মাহবুবুল হক ও সাংবাদিক আবু হানিফ ফরাজী, বিপুল পাতর, খাদিজা খান প্রমুখ।