
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও প্রতিষ্ঠানে কৃষ্ণচুড়া, রাধাচুড়া, অর্জুন, নিম, জাম জারুল জাতীয় বৃক্ষ রোপণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন এ কর্মসূচীর উদ্বোধন করেন। ‘‘উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশন’’ নামে একটি সংগঠনের উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন গোসাইরহাট সরকারি শামছুর রহমান কলেজের অধ্যক্ষ বিশ^নাথ দাস, ইদিলপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোবারক হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ‘‘উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশন’’ সংগঠনের সদস্যবৃন্দ।
উল্লেখ্য ‘‘উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশন’’ ইতিপূর্বে পক্ষঘাত দুষ্ট এক মহিলাকে একটি কৃত্রিম পা দিয়ে সিআরপি সাভারে চিকিৎসা প্রদানে অর্থনৈতিক সহযোগিতা করছে। ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার গরীব দুঃস্থদের বিবাহ, পড়াশোনা, অসুস্থ ব্যক্তিদের সহযোগিতা করার ঘোষণা দিয়েছে। দুঃস্থ ও গরীবদের মাঝে কম্বল বিতরণ। এছাড়াও সামাজের ভালো ভালো কাজের সাথেও সংগঠনটি জড়িতে থাকবে বলে জানিয়েছে সংগঠনটির সভাপতি ইব্রাহিম ফারুক ও সাধারণ সম্পাদক কুসুম শাজাহান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |