সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

গোসাইরহাটে ডেঙ্গুজ্বরে কলেজ ছাত্রের মৃত্যু

গোসাইরহাটে ডেঙ্গুজ্বরে কলেজ ছাত্রের মৃত্যু

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দাদন মৃধা (২১) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২৫ আগষ্ট) সন্ধ্যার দিকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। দাদন উপজেলার মাছুয়াখালী গ্রামের জামাল মৃধার ছেলে। সে উপজেলার সামসুর রহমান কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

শরীয়তপুরের সিভিল সার্জন ড. খলিলুর রহমান জানান, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৩ আগষ্ট থেকে দাদন গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। আজ বিকেলের দিকে অবস্থা খারাপের দিকে গেলে চিকিৎসক তাকে সদর হাসপাতালে পাঠিয়ে দেন। সদর হাসপাতালে নেওয়ার পথে দাদন মারা যায়।


error: Content is protected !!