সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং

গোসাইরহাটে জাতির পিতা শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্ণামেন্ট

গোসাইরহাটে জাতির পিতা শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্ণামেন্ট

গোসাইরহাটে ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল তিনটায় সরকারী ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গোসাইরহাট উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে ‘‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্ণামেন্ট (বালক অনুর্ধ-১৭)-২০১৯’’ এর শুভ উদ্বোধন করেন গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ানম্যান মোঃ ফজলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের, কোদালপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, আলাওলপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. উসমান বেপারী, নলমুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. মাহফুজ মিয়া, ইদিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন শিকারী, কুচাইপট্টি ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন স্বপন, সামন্তসার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম বেপারী, নাগেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মহসিন সরদার, গোসাইরহাট ইউনিয়নের চেয়ারম্যান, মো. মোজাফ্ফর সরদার, গোসাইরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান মনিরুজ্জামান, পল্লী বিদ্যুৎ পরিচালক, আবুল কালাম, মাষ্টার শেখ মো. কামাল হোসেন, দৈনিক মানবকন্ঠ এর শরীয়তপুর জেলা প্রতিনিধি কে,এম, সাইফুল্লাহ কাওসার, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী খেলায় কোদালপুর ইউনিয়ন ১-০ গোলে আলাওলপুর ইউনিয়নকে পরাজিত করে। দিনের অপর খেলায় ট্রাইব্রেকারে সামন্তসার ইউনিয়নকে কুচাইপট্টি ইউনিয়ন ৪-২ গোলে হারায়। প্রথম খেলায় ম্যাচ রেফারী ছিলেন মো. নুরুজ্জামান মৃধা, লাইন্সম্যান ছিলেন, মশিউর রহমান ও মো. নুরুল ইসলাম বাঘা। দি¦তীয় খেলোয় ম্যাচ রেফারী ছিলেন মো. জামাল হোসেন, লাইন্সম্যান ছিলেন, মশিউর রহমান ও কমল সরদার।
গোসাইরহাটের উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন বলেন, সকল শ্রেণী পেশার মানুষকে এই টুর্ণামেন্ট এ অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে এসডিজি বাস্তবায়ন এবং বঙ্গবন্ধুরর আদর্শে অনুপ্রাণিত করা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার সংকল্পে দেশব্যাপী এ খেলার আয়োজন। এ খেলায় গোসাইরহাটের ৮টি ইউনিয়ন অংশগ্রহণ করবে। আন্তঃ ইউনিয়ন প্রতিযোগিতা থেকে আন্তঃ উপজেলা, পরে বিভাগীয় এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ে বাংলাদেশ ক্রীড়া পরিষদের সহযোগিতায় খেলাগুলো অনুষ্ঠিত হবে।


error: Content is protected !!