
‘‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় তিন দিনব্যাপি বৃক্ষ ও ফলদ মেলার উদ্বোধন হয়েছে। ১৬ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২ টায় উপজেলা চত্বরে মেলার উদ্বোধন করেন গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী। এ সময় বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার ছাত্র-ছাত্রীদের মাঝে ও শিক্ষা প্রতিষ্ঠানে ড্রাগন, থাই পেয়ারা, সাতকরা, মাল্টা, লটকন, বারোমাসি কার্টিমন আম ইত্যাদি বিভিন্ন প্রজাতির ৫’শ গাছের চারা বিতরণ করা হয়। এবার মেলায় ৩৫টি ষ্টল বসানো হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষিবিদ কল্যাণ কুমার সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, গোসাইরহাট উপজেলা আ.লীগের সভাপতি মো. শাজাহান সিকদার, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন দুলাল, কোদালপুর ইউপি’র চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, নলমুড়ি ইউপি’র চেয়ারম্যান মিয়া মাহফুজুল হক, ইদিলপুর ইউপি’র চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন শিকারী, কৃষিবিদ অনুরুদ্ধ রায়, প্রমুখ।
এ সময় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, কৃষক সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলার শ্রেষ্ঠ উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত হন মো. বাকী বিল্লাহ। পরে তাকে ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মো. শাহাবুদ্দিন।
এর আগে একটি র্যালী গোসাইরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পষিদ চত্বরে এসে শেষ হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |