বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

গোসাইরহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

গোসাইরহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শরীয়তপুরের গোসাইরহাটে পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস। মঙ্গলবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় আহছানউল্লাহ্ সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি গোসাইরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের ডাকবাংলোর সামনে এসে শেষ হয়। র‌্যালীতে ষাটোর্ধ্ব সাধারণ মানুষ, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, এলাকার প্রবীণ লোকজন উপস্থিত ছিলেন।
গোসাইরহাট উপজেলা ডাকঘর সভাকক্ষে আহছানউল্লাহ্ সমাজকল্যাণ সংস্থা গোসাইরহাট শাখার সভাপতি ডাঃ এ.এস কামাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মতিউর রহমান, গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মো. সেলিম রেজা, দেওয়ান মো. শাজাহান, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন দুলাল, ইদিলপুর ইউনিয়নের চেয়ারম্যান দেলায়ার হোসেন। খান বাহাদুর আহছানউল্লাহ্ সাহেবের লেখা বই ‘‘আমার জীবন ধারা’’ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন দৈনিক মানবকন্ঠের শরীয়তপুর জেলা প্রতিনিধি খালেদ মো. সাইফুল্লাহ (কাওসার)। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বেলায়েত হোসেন স্বপন। বাদ জোহর খান বাহাদুর আহছানউল্লাহ্ সহ এলাকার সকল মুরব্বীদের জন্য দোয়া, মিলাদ মাহফিল ও মধাহ্ন ভোজের আয়োজন করা হয়।


error: Content is protected !!